॥স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ‘ট্রান্স হিউম্যানিটি ফাউন্ডেশন অব বাংলাদেশ’-এর উদ্যোগে গতকাল ২১শে জুন দুপুরে রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে অসহায় ও এতিম শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে পোশাকগুলো বিতরণ করেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। ট্রান্স হিউম্যানিটি ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর সভাপতি মোঃ ইলিয়াস চৌধুরী রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ রাশেদুল হক অমি।
এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মোঃ মিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, সাজ্জাদুল কবির তানজিম, মোঃ ফয়সাল সরদার, মোঃ মিলন, মোঃ সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।
অসহায় শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করলেন রাজবাড়ীর পৌর মেয়র
