Site icon দৈনিক মাতৃকণ্ঠ

করোনাকালীন দুর্যোগে মানবিক সহায়তায় যশোর সেনানিবাস

॥স্টাফ রিপোর্টার॥ করোনাকালীন দুর্যোগে যশোর সেনানিবাসের সেনা সদস্যদের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। নিষ্ঠা ও সততার সাথে তারা তাদের উপর অর্পিত সরকারী দায়িত্ব পালন করে চলেছে।

জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে তারা সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়া, যশোর অঞ্চলের ১০টি  জেলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা প্রদান, করোনাকালীন ত্রাণ সহায়তা বিতরণ, সচেতনতামূলক প্রচারণা, গণপরিবহন মনিটরিং, স্বাস্থ্য বিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লোভস ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিতকরণের পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরার উপকূলীয় এলাকার বেড়ীবাঁধ দ্রুত মেরামতের কাজ এগিয়ে নেয়া, চিকিৎসা সহায়তা, সুপেয় পানি বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।