Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলায় নতুন আরো ২৩জনের করোনা শনাক্ত॥মোট আক্রান্ত ৭৮০ জন

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে আরও ২৩ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৮০ জনে উন্নীত হলো।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, গতকাল ১৫ই জুলাই আরও ৮৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। গত ১২ই জুলাই নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। তাদের মধ্যে ২৩ জনের রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে ৮ জন রাজবাড়ী সদর, ৬ জন পাংশা, ৩ জন গোয়ালন্দ, ৫ জন বালিয়াকান্দি ও ১জন কালুখালী উপজেলার। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮০ জনে।

আক্রান্তদের মধ্যে ৩৯১ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৬ জন মারা গেছেন। এছাড়া ৩৬ জন হাসপাতালে ভর্তি এবং ৩২৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত রাজবাড়ী জেলা থেকে ৫ হাজার ৫১৭ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার মধ্যে ৫ হাজার ৪৪১ জনের রিপোর্ট এসে পৌঁছেছে এবং ১৭৬ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে।