Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করছে যশোর সেনানিবাস

॥স্টাফ রিপোর্টার॥ করোনা ও আম্পান পরবর্তী পরিস্থিতিতে যশোর অঞ্চলের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করছে যশোর সেনানিবাস।

করোনা পরবর্তীকালে খাদ্য সংকট রোধে কৃষকদের মনোবল বৃদ্ধির পাশাপাশি ফসল উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের হাতে তুলে দেয়া হচ্ছে নগদ আর্থিক সহায়তা ও উন্নতমানের সবজির বীজ। গৃহহীন অসহায় ব্যক্তিদেরকে ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। ইতিমধ্যে সেন প্রধানের নির্দেশে বাগেরহাটের ৪জন গৃহহীন মুক্তিযোদ্ধাকে যশোর সেনানিবাস কর্তৃক নির্মাণকৃত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য গৃহহীন মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও করোনা মোকাবেলায় ত্রাণ তৎপরতা, গণপরিবহন মনিটরিং, সচেতনতামূলক প্রচারণা, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন এবং ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের বিভিন্ন পয়েন্টের বেড়ীবাঁধ নির্মাণ কাজ অব্যাহত রাখার পাশাপাশি চিকিৎসা সহায়তা ও সুপেয় পানি বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।