॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটরা এলাকায় গড়াই নদীর পাড়ের ১২০ মিটার এলাকা জুড়ে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
গতকাল ১৫ই জুলাই দুপুরে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে কালুখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম এই জিও ব্যাগ ফেলার কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় জিও ব্যাগ ফেলার কার্যক্রমের তদারককারী কর্মকর্তা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠানের মোঃ রাকিবুল হাসান ও কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম জানান, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে ২৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সাওরাইলের ঘাটরা এলাকার গড়াই নদীর পাড়ের ১২০ মিটার এলাকা জুড়ে ভাঙ্গন রোধে এই জিও ব্যাগ ফেলা হচ্ছে।