Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, র‌্যালী, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ বটতলায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ।
তিনি সরকারী এজেন্সির মাধ্যমে বিদেশে কর্মসংস্থানে যাওয়ার জন্য গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশ থেকে বহু শ্রমিক বিদেশে কাজ করছেন। বৈদেশিক আয়ের ক্ষেত্রে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে। কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেকেই দালালের খপ্পরে পড়ে প্রতারিত হন। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সতর্ক থাকার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।