শনিবার, ২৩ মার্চ ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ঝিনাইদহে সেনাবাহিনী পরিচালিত মেডিকেল ক্যাম্পে গর্ভবতী মহিলাদের চিকিৎসা প্রদান

  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ মহামারী করোনাকালীন এই কঠিন সময়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ ও প্রসূতি মায়েদের দুর্ভোগ কমানোর লক্ষ্যে মানবতার সেবায় নিজেদেরকে সম্পৃক্ত করে যশোর অঞ্চলের জেলাগুলোতে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার কমান্ডারের নির্দেশনায় গতকাল ৯ই জুলাই দিনব্যাপী ঝিনাইদহের মহেশপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০ জন সামরিক ও বেসামরিক বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম কর্তৃক প্রায় ২শত গর্ভবতী নারীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি তাদের মধ্যে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান) বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১০ই জুন থেকে যশোর অঞ্চলের জেলাগুলোতে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে গর্ভবতী নারীদের জন্য মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।  এছাড়াও করোনার সংক্রমণ প্রতিরোধে গণপরিবহন চলাচল মনিটরিং, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টা,  খাদ্য সংকট মোকাবেলায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, সচেতনতামূলক প্রচারণা, মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করা, আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা ও খুলনা জেলার উপকূলী বেড়ীবাঁধ মেরামতের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়া, সাধারণ মানুষের ঘরবাড়ী মেরামত ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!