Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও উপ-বৃত্তির অর্থ বিতরণ

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালীর উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বাই সাইকেল ও শিক্ষা উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল ৯ই জুলাই সকালে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এই বাই সাইকেল ও শিক্ষা উপবৃত্তির অর্থ বিতরণ করেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম।

এ সময় এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী, আইসিটি অফিসার রিয়াজুল ইসলাম, উপজেলা আদিবাসীর সমিতির সভাপতি কাঞ্চন সরকার, রতনদিয়া আদিবাসী সমিতির সভাপতি রামপ্রসাদ সরকার, বোয়ালিয়া আদিবাসী সমিতির সভাপতি কুমারেশ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ‘সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্টীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)’ শীর্র্ষক কর্মসূচীর আওতায় প্রাপ্ত বরাদ্দ থেকে আদিবাসী ২০ জন ছাত্রী ও ১০ জন ছাত্রের মধ্যে ১টি করে বাই-সাইকেল এবং ১৪১ জন শিক্ষার্থীর মধ্যে ৩লক্ষ টাকার উপবৃত্তির অর্থ বিতরণ করা হয়।