॥স্টাফ রিপোর্টার॥ করোনা পরিস্থিতিকে যুদ্ধের সাথে তুলনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীকে যে দায়িত্ব প্রদান করেছেন তা অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
প্রতিনিয়ত সাধারণ মানুষের মাঝে করোনা সম্পর্কে সচেতনতা তৈরী, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, চিকিৎসা সেবা প্রদান ও লকডাউন কার্যকর করার পাশাপাশি দুস্থ ও অসহায়দের খাদ্য ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে যাচ্ছেন তারা।
এছাড়াও গণপরিবহন মনিটরিং, স্বাস্থ্য বিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টা, খাদ্য সংকট মোকাবেলায় কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ, গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন প্রকার জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘর-বাড়ী মেরামত ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, উপকূলীয় এলাকায় সুপেয় পানি ও স্বাস্থ্য সেবা প্রদান, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত, পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ দ্রুত মেরামতের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।