॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরে সামাজিক দূরত্ব মেনে মসজিদে মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫শে মে সকাল সাড়ে ৭টায় ফরিদপুর শহরের চকবাজার জামে মসজিদে ঈদের নামাজে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিঃ খন্দকার মোশাররফ হোসেন এমপি, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রশীদ প্রমুখ।
নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইনামুল হাসান। মোনাজাতে করোনামুক্ত পৃথিবী, দেশ ও জাতির কল্যাণ, সুখ-সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করা হয়। নামাজ শেষে ইঞ্জিঃ খন্দকার মোশাররফ হোসেন জেলা প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দসহ সকলের সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে কুশল বিনিময় করেন।
ফরিদপুরে সামাজিক দূরত্ব মেনে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
