Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলার কালুখালীতে জেলেদের মাঝে ২৮.৬ মেঃ টন চাল বিতরণ

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকা উপজেলার ৫টি ইউনিয়নের ৩শত ৩৫টি জেলে পরিবারের মাঝে ২৮.৬ মেঃ টন চাল বিতরণ করা হয়েছে।

প্রত্যেক পরিবারকে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত শেখ নুরুল আলম।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার আব্দুল জব্বার, যুব উন্নয়ন অফিসার আবুল বাসার চৌধুরী, কৃষি সম্পসারণ কর্মকর্তা সুজিৎ কুমার নন্দী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত আব্দুর রশিদ, সহকালী মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান সাবু। এছাড়াও রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোছাঃ হালিমা বেগম, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী ও কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।