Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে করোনা প্রতিরোধে যাত্রী পারাপার ঠেকাতে পদ্মা নদীতে নৌ পুলিশের টহল

॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস প্রতিরোধে নৌপথের নিরাপত্তায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে জনগণের অবাধ চলাচল নিয়ন্ত্রন করার জন্য পদ্মা নদীতে নৌ পুলিশের টহল টিম নিয়োগ করা হয়েছে।

গতকাল ১৬ই এপ্রিল দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার অমিত চৌধুরী ।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির(ওসি) মোঃ আব্দুল মুন্নাফ বলেন, করোনা ভাইরাসে সংক্রমণ রোধের জন্য পদ্মা নদীর পাটুরিয়া, চর শিবালয়, আলোকদিয়ার চর, ঢালারচর ও আরিচাসহ বিভিন্ন স্থান দিয়ে ছোট নৌকায় করে যাত্রী পারাপার হয়ে আসছিলো। সেটি প্রতিরোধ করতেই পদ্মা নদীতে নৌ পুলিশের টহল টিম নামানো হয়েছে। পদ্মা নদীতে একটি লঞ্চে সার্বক্ষণিক ১৪জন কর্মকর্তা অস্ত্র ও পোশাকসহ নৌপথে যাত্রী পারাপার ঠেকাতে কাজ করবে।