রাজবাড়ীর অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠান রংধনু এন্টারপ্রাইজ কুটিরহাট বাজারের ১৪২৭ বঙ্গাব্দের নতুন ইজারাদার হিসেবে গতকাল ১৫ই এপ্রিল দায়িত্ব বুঝে নিয়েছে। গতকাল বুধবার সকালে কুটিরহাট বাজারে অবস্থিত কুটির হাট বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ মানিক বিশ^াস, সহ-সভাপতি জালাল উদ্দিন শেখ, সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু ঢালী ও সমাজ কল্যণ সম্পাদক লুকমান শেখ উপস্থিত থেকে এ দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব গ্রহণকালে রংধনু এন্টারপ্রাইজের সকল অংশীদারগণ উপস্থিত ছিলেন -শেখ আলী আল মামুন।
রাজবাড়ীর কুটিরহাট বাজারের দায়িত্ব বুঝে নিল নতুন ইজারাদার রংধনু এন্টারপ্রাইজ
