Site icon দৈনিক মাতৃকণ্ঠ

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে আরো ১২জন বাংলাদেশীর মৃত্যু

॥নিউজার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু॥ গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা, ওয়াশিংটন মেট্টো এবং পেনসিলভেনিয়ায় গত ১১ই এপ্রিল শনিবার করোনায় আক্রান্ত হয়ে আরও ১২জন বাংলাদেশীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

  এরা  হলেন ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আসাদ ইকবাল(৫৫), শরীয়তপুরের রতন শিকদার(৬৩), চট্টগ্রামের বোয়ালখালির চরখিজিরপুরের আব্দুল মান্নান(৬০), সিলেটের বিয়ানিবাজারের এনাম হোসেন(৪৬), জকিগঞ্জের হায়দ্রাবন্দ গ্রামের আজিজুন্নেসা(৬৪), বাকেরগঞ্জের আবুল হোসেন(৬৪), নিউইয়র্কে সিলেট সদর সমিতির সভাপতি এস্টোরিয়া নিবাসী দেওয়ান শাহেদ চৌধুরীর বড়ভাই দেওয়ান আফজাল চৌধুরী(৭২), ব্রঙ্কস নিবাসী ও সিলেটের ওসমানী নগরের সন্তান খন্দকার মোসাদ্দেক আলী সাদেক(৬৫), ওয়াশিংটন ডিসি এলাকার খ্যাতনামা সমাজকর্মী-চিকিৎসক এম এ মান্নান(৮১), মায়ামীতে বসবাসরত সিরাজগঞ্জের সন্তান মোহাম্মদ হক সুইট(৫০) এবং পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের হ্যাটফিল্ড সিটির অধিবাসী এবং পাবনার সন্তান পূর্ণচন্দ্র সাহা (৮০)।

হাসপাতাল এবং পারিবারিক সূত্রে এসব মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিউইয়র্কের ওজনপার্ক প্রবাসী বোরহান উদ্দিন বাবুলের স্ত্রীও ১১ই এপ্রিল মারা গেছেন বলে জানা গেছে। এই নিয়ে দেশটি এখন পর্যন্ত ১১৫জন বাংলাদেশী মারা গেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমণে ১,৯২০ জনের মৃত্যু হয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটি গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (গ্রীনিচ মান সময় রোববার ০০৩০) প্রকাশিত সর্বশেষ হিসাবে এ কথা জানায়।