Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী থানা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

॥মনির হোসেন॥ করোনা ভাইরাসের কারণে লকডাউনের ফলে উপার্জনহীন হয়ে মানবেতর জীবনযাপনকারী কালুখালী উপজেলার নিম্ন আয়ের ৫শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু করেছে কালুখালী থানার পুলিশ।

থানায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের এক মাসের বেতন ও রেশনের একাংশ দিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

গতকাল ৮ই এপ্রিল সকাল থেকে ওসি কামরুল হাসানের নেতৃত্বে পরিদর্শক(তদন্ত) সহিদুল ইসলামসহ থানার অফিসার ও পুলিশ সদস্যরা জনসমাগম এড়িয়ে তালিকাভুক্তদের বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পরিবার প্রতি ৫ কেজি করে চাল, ১ কেজি করে ডাল, ১ কেজি করে আলু, আধা লিটার করে তেল, ১টি করে সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার।

এ ব্যাপারে কালুখালী থানার ওসি কামরুল হাসান বলেন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজির অনুপ্রেরণায় এবং রাজবাড়ীর পুলিশ সুপারের দিক-নির্দেশনায় আমরা আমাদের বেতন ও রেশন থেকে থানা এলাকার ভিক্ষুক, বেদে, তৃতীয় লিঙ্গ, হকার, চা বিক্রেতাসহ বিভিন্ন নিম্ন আয়ের ৫২৮টি পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।