Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় এমপি জিল্লুল হাকিম ও তার পুত্র মিতুল কর্তৃক বেকার শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় দ্বিতীয় দিনেরমত গতকাল ৭ই এপ্রিল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এবং জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল কর্তৃক পাট্টা ও মাছপাড়া ইউপিতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন সংকট মোকাবেলায় বেকার শ্রমজীবী ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়, মাছপাড়া ইউপিতে প্রায় ৫শত বেকার শ্রমজীবী ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল এবং পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া পাট্টা ইউপিতে প্রায় ৫শত বেকার শ্রমজীবী ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু, পাংশা উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, পাট্টা ইউপির চেয়ারম্যান ও পাট্টা ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব(মোনা বিশ্বাস) এবং পাট্টা ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এবং জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল বেকার শ্রমজীবী ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মহাদুর্যোগের সময় কোনো মানুষ যাতে অনাহারে না থাকেন এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য খাদ্য সামগ্রী সহায়তা এবং ভ্রাম্যমান মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবাসহ সামাজিক নিরাপত্তার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি ও আশিক মাহমুদ মিতুলের জন্য দোয়া কামনা করে সরকারের নির্দেশনা পালনের গুরুত্বারোপ করেন তারা।