॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের কারণে রাজবাড়ী রেলস্টেশনে আটকে থাকা উত্তরবঙ্গের প্রায় অর্ধশত দিন মজুরের মধ্যে খাবার বিতরণ করেছে জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকন।
গতকাল ৩১শে মার্চ দুপুরে রাজবাড়ী রেলস্টেশন সংলগ্ন ফুলতলায় দুরত্ব বজায় রেখে তাদের মধ্যে খাবার তুলে দেয়া হয়।
এ সময় জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম ও শহর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আঃ সাত্তার মন্ডল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সাকিব রাফি, সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম জানান, এ নিয়ে টানা পঞ্চম দিনের মতো রাজবাড়ী স্টেশনে আটকে থাকা উত্তরবঙ্গের দিন মজুরের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল ৩১শে মার্চ দুপুরে এসব মানুষের মধ্যে জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তানিয়া সুলতানা কংকনের সহযোগিতায় ভাত ও ডিম বিতরণ করা হয়। একই দিন সকালে ও রাতে তাদের মধ্যে কমিউনিস্ট পার্টির উদ্যোগে খাবার বিতরণ করা হয়।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসমগম এড়াতে গত ২৫শে এপ্রিল থেকে রাজবাড়ীতে ট্রেন ও বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়ে এসব দিন মজুর। কাছে টাকা পয়সা না থাকায় তাদের তিন বেলা খাওয়ানোর উদ্যোগ নেয় জেলা কমিউনিস্ট পার্টি।
রাজবাড়ী স্টেশনে আটকে থাকা দিন মজুরের মধ্যে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যানের খাবার বিতরণ
