॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে ৫ম দিনের মত করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক, লিফলেট, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পৌরসভা ভবনের সামনে রাস্তায় দাঁড়িয়ে মাস্ক বিহীন লোকজনের মাঝে মাস্ক, লিফলেট, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস। সেই সাথে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে সকলকে সতর্ক করেন তিনি।
এছাড়া পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ কয়েকটি প্রতিষ্ঠানকে হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট প্রদান করেন তিনি।
এদিকে গতকাল বৃহস্পতিবারও করোনা ভাইরাস সংক্রমন থেকে মুক্তির লক্ষ্যে পৌরসভা ভবনে পবিত্র কোরআনখানীর আয়োজন করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ শুক্রবার জীবাণুনাশক স্প্রে করা হবে বলে জানান তিনি।
করোনা ভাইরাস প্রতিরোধে পাংশা পৌরসভা মেয়রের উদ্যোগে উপকরণ বিতরণ অব্যাহত
