॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসমগম এড়াতে মাঠে নেমেছে পুলিশ। গতকাল ২৫শে মার্চ সকাল থেকে বিভিন্ন স্থানে পুলিশকে জনসমগন এড়ানোর জন্য কঠোর হতে দেখা যায়।
গতকাল বুধবার সকালে থানা সংলগ্ন সদর রেজিষ্ট্রিটি অফিসে দলিল করতে আসা মানুষদের ভীড় বাড়লে পুলিশ দলিল মহুরীসহ তাদেরকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে।
এছাড়াও শহরের বিভিন্ন দোকানপাট খোলা থাকলে পুলিশের নির্দেশে সেগুলো বন্ধ হয়ে যায়। বিকেলে শহরের বড়পুল মোড়ে মোটর সাইকেল, ব্যাটারী চালিত ইজি বাইক ও বিভিন্ন যানবাহন চলাচল করলে পুলিশ তাদেরকে কঠোরভাবে সর্তক করে দেন। এ সময় কোন কোন ক্ষেত্রে লাঠিচার্জ করতেও বাধ্য হোন তারা।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজবাড়ীতে মাঠে তৎপর পুলিশ
