Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে রংধনু এন্টারপ্রাইজের পক্ষ থেকে মাস্ক বিতরণ কার্যক্রম

॥শেখ মামুন॥ রংধনু এন্টারপ্রাইজ নামে রাজবাড়ীর একটি অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল ২৪শে মার্চ বিকালে রাজবাড়ী শহরের রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে পথচারী, যানবাহনের চালক-যাত্রীসহ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে ভালো মানের মাস্ক বিতরণ করা হয়। রংধনু এন্টারপ্রাইজের পক্ষে সাজ্জাদুল কবির তানজিম, হান্নান মিয়া, মেহেদী হাসান রনি, রফিকুল ইসলাম খোকন, উজ্জ্বল হোসেন, মিজান শেখ, রোমিও, শাওন মিয়া টাইসন, সিরাজুল ইসলাম, আবুল হাসেম সায়েম, রাজু আহম্মেদ, চাঁদাই সরদার, মুরাদ মোল্লা, হৃদয় খান, রিজু মোল্লাসহ অন্যান্যরা এই মাস্ক বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
মাস্ক বিতরণ শেষে রংধনু এন্টারপ্রাইজের অংশীদারগণ বলেন, সারা বিশ্বই এখন কাঁপছে করোনা ভাইরাসের আতংকে। চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। প্রতিদিনই দেশে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে ৪জন মারাও গেছেন। এ অবস্থায় সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করলেও জনগণ এখনো তেমন সচেতন হয়নি। অধিকাংশ মানুষ এখনো করোনা ভাইরাস সুরক্ষার অতি প্রয়োজনীয় মাস্ক ব্যবহার করছে না। তাই আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মাস্ক বিতরণ করছি। আমরা প্রথম দফায় মোট ১০ হাজার মাস্ক বিতরণ করবো। এছাড়া বেসিন স্থাপন, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ আরও কিছু পরিকল্পনা আমাদের রয়েছে।