Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ ৯৫টি স্থানে হ্যান্ডওয়াশ কর্ণার স্থাপন করেছে পুলিশ

॥হেলাল মাহমুদ/ইউসুফ মিয়া॥ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে ৯৫টি হ্যান্ডওয়াশ কর্ণার স্থাপন করেছে পুলিশ।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলায় ৩০টি, পাংশা উপজেলায় ৩৮টি, বালিয়াকান্দি উপজেলায় ১৩টি, গোয়ালন্দ উপজেলায় ৯টি ও কালুখালী উপজেলায় ৫টি গুরুত্বপূর্ণ স্থানে এই হ্যান্ডওয়াশ কর্ণারগুলো উদ্বোধন করা হয়েছে।
১০০ লিটার পানির ট্যাংকিসহ স্টিলের ফ্রেমে জোড়া বেসিন স্থাপন করে সেগুলোতে সাবান রাখা হয়েছে। ইচ্ছামতো সাধারণ মানুষ সেখানে বিনা পয়সায় হাত ধুতে পারবে। এছাড়া বেসিনের সামনে করোনা ভাইরাসের সচেতনতামূলক ডিজিটাল ব্যানার টানানো হয়েছে।
গতকাল ২৩শে মার্চ বিকালে রাজবাড়ী শহরের মুরগীর ফার্ম এলাকার পেট্রোল পাম্পের সামনে একটি হ্যান্ডওয়াশ কর্ণার উদ্বোধন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার এর নেতৃত্বে জেলা পুলিশ সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশ প্রত্যাগতদের বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ, হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগানো, লিফলেট বিতরণসহ জনসচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার ৯৫টি স্থানে অস্থায়ী হ্যান্ডওয়াশ কর্ণার স্থাপন করা হয়েছে। সেগুলো থেকে নানা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া বিপুল সংখ্যক মানুষ সাবান-পানি দিয়ে হাত ধোয়ার সুযোগ পাবেন।