Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী শহরে সার্কাসের হাতি-ঘোড়া নিয়ে চাঁদাবাজীর সময় মাহুত ও সওয়ার আটক॥মুচলেকা দিয়ে মুক্তি!

॥শেখ মামুন॥ গতকাল ২২শে মার্চ সকালে রাজবাড়ী শহরের ফুলতলা লেকপাড় এলাকায় সার্কাসের শাবকসহ ১টি হাতি ও ১টি ঘোড়া নিয়ে চাঁদাবাজী করতে থাকে হাতির শিশু মাহুত ও ঘোড়ার সওয়ার।
এ সময় কয়েকজন দোকানী ও পথচারী টাকা দিতে অস্বীকার করায় মাহুত হাতিটির মাথা ও কানে আঘাত করে তাকে ক্ষেপিয়ে তুলে সবাইকে ভয় দেখাতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা জোটবদ্ধ হয়ে হাতির শাবকটিকে ঘিরে ধরে। তখন শাবকটি মাটিতে গড়াগড়ি করতে থাকে এবং বড় হাতিটিকে লোহার শিকল পড়িয়ে আম গাছের সাথে বেঁধে রাখতে মাহুতকে বাধ্য করে। এছাড়া ঘোড়ার সওয়ার ঘোড়াটিকে পানিশূন্য লেকের মধ্যে ছেড়ে দিয়ে ভয়ে পালিয়ে যায়।
শিশু মাহুত মোস্তাফা একপর্যায়ে ভয় পেয়ে হাতিটিকে রেখে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তারা (হাতির মাহুত মোস্তফা ও ঘোড়ার সওয়ার শাওন) এলাকার মুরব্বী শ্রেণীর মানুষ ও বয়ঃজ্যেষ্ঠ মহিলাদের হাত-পা ধরে তাদেরকে এ অবস্থা থেকে উদ্ধারের আকুতি জানায়। তারা এসে উত্তেজিত জনতাকে বুঝিয়ে হাতি ও ঘোড়াটিকে ছেড়ে দেয়ার অনুরোধ করলে কিছুক্ষণ পর মৌখিকভাবে মাহুত ও সওয়ারের কাছ থেকে ওই এলাকায় আর না আসার মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এছাড়া স্থানীয় এক ব্যক্তি দয়াপরবশ হয়ে শিশু মাহুত ও ঘোড়ার সওয়ারকে হোটেলে খাইয়ে বুঝিয়ে তাদেরকে বিদায় দেয়।