Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির চা বিক্রেতার সচেতনতায় মুগ্ধ ক্রেতারা

॥সোহেল মিয়া॥ সারা বিশ্বই এখন কাঁপছে করোনা ভাইরাসের আতংকে। চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। প্রতিদিনই দেশে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর রোগীর সংখ্যা। ইতিমধ্যে মারাও গেছে ২জন। এ অবস্থায় সরকার নানা ধরনের জনসচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করলেও সেটা মানছে না বেশীর ভাগ মানুষ।
কিন্তু বালিয়াকান্দি বাজারের আওয়ামী লীগ অফিস সংলগ্ন ক্ষুদ্র চায়ের দোকানী কাছেদ মন্ডল এর ব্যতিক্রম। তিনি লেখাপড়া না জানলেও করোনা ভাইরাস মোকাবেলায় নিজের এবং ক্রেতাদের নিরাপত্তায় নিয়েছেন বেশ কয়েকটা উদ্যোগ। তার মধ্যে রয়েছে নিজে মাস্ক ব্যবহার করা, চা বানানোর সরঞ্জামাদী বার বার পরিষ্কার করা, কাঁচের কাপের পরিবর্তে ওয়ান টাইম কাপ ব্যবহার, একসাথে ৪-৫ জনের বেশী দোকানে প্রবেশ করতে না দেয়া, তিন ফুট দূরত্বে বসে চা পান করা এবং চা পান করা শেষ হলে গল্প করার সুযোগ না দিয়ে গ্রাহকদের দ্রুত স্থান ত্যাগ করা। কাছেদ মন্ডলের এসব পদক্ষেপে তার চায়ের কাস্টমাররাও খুশি। তারা বলছেন, কাছেম মন্ডলের এসব পদক্ষেপ প্রশংসার দাবীদার। তার কাছ থেকে শিক্ষা নিয়ে সকলেরই সচেতন হওয়া উচিত।
এ ব্যাপারে কাছেদ মন্ডল বলেন, আমি লেখাপড়া জানি না। তাই পেপার-পত্রিকাও পড়তে পারি না। তবে টিভি দেখে যেটা বুঝেছি সেটা হলো আমরা যদি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি এবং সচেতনতামূলক নির্দেশনাগুলো মেনে চলি তাহলে আল্লাহ্র রহমতে আমাদের কিছুই হবে না। আমার সামর্থ্য অনুযায়ী আমি এই উদ্যোগগুলো নিয়েছি। সামর্থ্য না থাকায় আরো কিছু ব্যবস্থা করতে পারিনি, যেমন ঃ সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা। আগামীতে তাও করার চেষ্টা করবো।