॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসন-উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গতকাল ২১শে মার্চ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারে যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অধিক মূল্যে চাল বিক্রির দায়ে মেসার্স এম.এইচ ট্রেডার্স, জয় বাবা লোকনাথ ভান্ডার, মেসার্স কুন্ডু ট্রেডার্স ও মেসার্স মল্লিক ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচাললক মোঃ শরীফুল ইসলাম এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টরসহ ব্যাটালিয়ন আনসারের একটি টিম অভিযানে সহযোগিতা করে।