Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভ্রাম্যমাণ আদালতে গোয়ালন্দ বাজারের ২ব্যবসায়ীর জরিমানা

॥এম.এইচ আক্কাছ॥ অতিরিক্ত মূল্যে চাল ও কাঁচামাল বিক্রির দায়ে গোয়ালন্দ বাজারের ২জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ২১শে মার্চ দুপুরে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে অতিরিক্ত মূল্যে চাল ও কাঁচামাল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় চাল ব্যবসায়ী সুবল দাসকে ৫হাজার টাকা ও কাঁচামাল ব্যবসায়ী আলাউদ্দিনকে ৫শত টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বাজারের ব্যবসায়ীদের দ্রব্যমূল্য না বাড়ানোর জন্য কড়া হুঁশিয়ারী দেয়া হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনা ভাইরাসের সুযোগে ব্যবসায়ীরা যাতে ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করতে না পারে সে ব্যাপারে প্রশাসন সচেষ্ট রয়েছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে এই অভিযান চালানো হয়।