॥হেলাল মাহমুদ॥ দিন দিন করোনা ভাইরাস আতঙ্ক বাড়ছে। এ জন্য রাজবাড়ীতে মাস্ক কেনার হিড়িক পড়েছে। নিজেকে নিরাপদ রাখতে বহু মানুষ এখন মাস্ক ব্যবহার করছে।
গতকাল ২০শে মার্চ সকালে রাজবাড়ী রেলগেট এলাকায় রমজান আলী নামে একজন হকারকে মাস্ক বিক্রি করতে দেখা যায়। মানুষ ভীড় করে তার কাছ থেকে দরদাম করে মাস্ক কিনছে।
রায়হান মিয়া নামে একজন মাস্ক ক্রেতা বলেন, নিজের নিরাপত্তার চিন্তাটা আগে করতে হবে। তাই ৩০ টাকা দিয়ে একটি মাস্ক কিনলাম। করোনার কথা মাথায় রেখে প্রতিটি মানুষেরই মাস্ক ব্যবহার করা উচিত।
হকার রমজান আলী বলেন, চলতি মাসের (মার্চ) শুরু থেকেই মাস্কের চাহিদা বেড়েছে। এ জন্য তিনি অন্য ক্ষুদ্র ব্যবসা ছেড়ে এখন মাস্ক বিক্রি করছেন। বাজার থেকে যে দামে কিনছেন তার সাথে সামান্য লাভ রেখে বিক্রি করছেন। কাপড়ের তৈরী ২০-৫০ টাকা দামের মাস্কের চাহিদা বেশী। শুনেছি মাস্কের দাম বেশী নিলে জরিমানা করবে, তাই দাম বেশী নিচ্ছি না।
করোনা ভাইরাস ঃ রাজবাড়ীতে অধিক দামে বিক্রে হচ্ছে মাস্ক
