Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নৌকায় নদী পাড়ি দিয়ে তারা যায় ঘাস সংগ্রহে

॥হেলাল মাহমুদ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার নদী পাড়ের প্রায় শতাধিক নারী-পুরুষ প্রতিদিন পদ্মা নদী পাড়ি দিয়ে রাখালগাছী, কুশাহাটাসহ বিভিন্ন চরে যায় ঘাস সংগ্রহের জন্য।
গতকাল ২০শে মার্চ সকালে দৌলতদিয়ার ১নম্বর ফেরী ঘাটে গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক নারী-পুরুষ গামছায় বাঁধা ভাতের পোটলা নিয়ে অপেক্ষমাণ ২টি নৌকার মধ্যে বসে আছে। পোটলার ভাত হচ্ছে তাদের দুপুরের খাবার।
তাদেরই একজন আছিরন নেছা বলেন, সকালে ঘুম থেকে উঠে ভর্তা-ভাত খেয়ে নদীর চরে ঘাস কাটতে যাচ্ছি। ফিরে আসতে বিকাল-সন্ধ্যা হয়ে যায়, তাই গামছায় ভাত-তরকারীর গামলা নিয়ে যাচ্ছি দুপুরে খাওয়ার জন্য।
স্থানীয় বাসিন্দা বিলাস বিশ্বাস বলেন, নদী পাড়ের অবহেলিত নারী-পুরুষরা ঘাস কাটতে চরে যায়। অনেকে নিজের গবাদীপশুকে খাওয়ায়, আবার অনেকে কেটে আনা ঘাস বিক্রি করে জীবিকা নির্বাহ করে।