॥স্টাফ রিপোর্টার॥ র্যাবের অভিযানে রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল এলাকা থেকে ৯৯৫ পিস ইয়াবাসহ দর্জি আফজাল শেখ(৩২) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গত ১৭ই মার্চ রাতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আফজাল শেখ লক্ষ্মীকোলের জাকের শেখের ছেলে। উদ্ধারকৃত ইয়াবাসহ র্যাব তাকে রাজবাড়ী থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল থেকে ৯৯৫ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার
