Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলায় ৩১জন প্রবাসী কোয়ারেন্টাইনে

॥হেলাল মাহমুদ॥ এ পর্যন্ত রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ৩১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে ১১জনকে গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার বলেন, গত ২৪ ঘণ্টায় আমাদের উপজেলার ১০ জন প্রবাসীকে আমরা হোম কোয়ারেন্টাইনে রেখেছি। আগের আরও কয়েকজন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় জেলায় আরও ১১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে ১০ জনই বালিয়াকান্দি উপজেলার এবং ১জন কালুখালী উপজেলার। এর আগে হোম কোয়ারেন্টাইনে ছিল আরও ২০ জন। সবমিলে গতকাল ১৭ই মার্চপর্যন্ত ৩১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক তাদের খোঁজ-খবর রাখছেন। কোয়ারেন্টাইনে থাকা সবাই ভালো আছেন।
উল্লেখ্য, রাজবাড়ী জেলার পাঁচ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫টি করে বেডের ‘আইসোলেউশন ইউনিট’ করা হয়েছে। সেই সাথে রাজবাড়ীর যুব উন্নয়ন অধিদপ্তর ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকলকে সচেতন হওয়ার ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে।