॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউপির হিমায়েতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট হাবিব(৫০) আর নেই।
গত ১৩ই মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ীতে আকস্মিক ভাবে ব্রেন স্ট্রোক করেন তিনি। ওই সময় দ্রুত পাংশা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
গতকাল ১৪ই মার্চ দুপুর ২টার দিকে আখরজানী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে কফিনে যশোর সেনানিবাসের একদল সেনাসদস্য সামরিক সালাম প্রদানের পর পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
যশোর সেনানিবাসের ক্যাপ্টেন নুরুল হক শুভ’র নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মরহুম হাবিবের কফিনে সামরিক সালাম প্রদান করেন। মৃত্যুকালে মাতা, স্ত্রী, ৪ভাই, ২ বোন, ১পুত্র ও ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
এদিকে অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট হাবিবের আকস্মিক মৃত্যুর খবরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের লোকজন, সাভার ডাড গার্মেন্টেস’র প্রতিনিধি দল, বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ মরহুমের শোক সন্তপ্ত পরিবারকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের দোয়া কামনা করা হয়েছে।
রাজবাড়ীর মৃগীতে অবঃ সেনা সার্জেন্ট হাবিব আর নেই॥সামরিক মর্যাদায় দাফন
