Site icon দৈনিক মাতৃকণ্ঠ

অংকুর স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মোটিভেশন ক্লাসে সাবেক এমপি খৈয়ম

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী অংকুর স্কুল এন্ড কলেজের আয়োজনে গতকাল ১৪ই মার্চ দিনব্যাপী স্কুলের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মোটিভেশন ক্লাস জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
অংকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাইয়ার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে স্কুলের এ্যাম্বাসিডর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, গণিতের সিনিয়র শিক্ষক এস.এম আব্দুর রব ও নাজমুল আলম চৌধুরী, ইংরেজী শিক্ষক হুমায়ূন রশিদ ও রাফা এবং বাংলা শিক্ষক গোলাম সরোয়ার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসকে হিটু আব্দুর রউফ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্কুলের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমরা বিশ্বাস করি আজকের এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদেরকে পরীক্ষাসহ শিক্ষা জীবনের বিভিন্ন ক্ষেত্রে আরো আত্মবিশ্বাসী করে তুলবে। যার মাধ্যমে তারা নিজেদের সুপ্ত প্রতিভাকে আরো বেশী বিকশিত করতে অনুপ্রাণিত হবে এবং নিজেদেরকে দেশের কল্যাণে আরো সৃজনশীল ও যোগ্য করে গড়ে তুলে মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহ্যবাহী স্কুলটি তাদের মনের মধ্যে ধারণ করা আকাশ ছোঁয়ার স্বপ্ন শুধু স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ না রাখে সেটাকে বাস্তবে রুপ দেবে।
উল্লেখ্য, রাজবাড়ী অংকুর স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী মোটিভেশন ক্লাসে স্কুলের ১০ম শ্রেণির ৩টি শাখার মোট ২৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।