Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দের চর বালিয়াকান্দী বাড়ইডাঙ্গায় তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞের সমাপনী আজ

॥এম.এইচ আক্কাস॥ গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দী বাড়ইডাঙ্গা গ্রামে ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। গত ১২ই মার্চ সূর্য্য উদয় থেকে শুরু হওয়া হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানটি আজ ১৪ই মার্চ শেষ হবে।
প্রতি বছরের ন্যায় এবারও ছোট ভাকলা ইউনয়নের চর বালিয়াকান্দী বাড়ইডাঙ্গা গ্রামের অশোক বিশ^াসের বাড়ীতে এ ধর্মীয় সংগীতের আয়োজন করা হয়। প্রয়াত ভৈরব ডাক্তার পাড়ায় প্রতি বছরের ন্যায় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত ভক্তবৃন্দের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে বাড়ই ডাঙ্গা গ্রাম।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত অর্থ সচিব সুধাংসু বিশ^াসের মায়ের পিত্রালয়ে স্থানীয়দের সার্বিক সহযোগিতায় আয়োজিত ৬ষ্ঠ ধর্মীয় বার্ষিক সনাতন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে নড়াইলের শ্রী রাধা গোবিন্দ, যশোরের পূর্নলতা, ধামরাইয়ের শ্রী কাঙ্গাল, গোপালগঞ্জের মাধবীলতা, ফরিদপুরের শ্রী বৈরাগী সম্প্রদায় ও ধর্মরাজ যুধিষ্ঠির সম্প্রদায় নামে দেশের প্রখ্যাত সংগীত শিল্পীদের পরিচালনায় গঠিত ৬টি দল নিয়মিত সংগীত পরিবেশন করে চলেছে।
সংগীত অনুষ্ঠান পরিদর্শনকালে অনুষ্ঠানের সভাপতি কান্তিলাল বিশ্বাস ও সাধারন সম্পাদক অশোক বিশ্বাস, কোষাধ্যক্ষ দীপক বিশ্বাস সাবেক সভাপতি গৌরচন্দ্র বিশ^াস বলেন, অর্থনৈতিকভাবে এলাকাবাসী তেমন স্বচ্ছল নয়। তারপরও প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে মহান স্রষ্টার কাছে অশেষ কৃজ্ঞতা প্রকাশ করছি। সহযোগী রতন কুমার বিশ্বাস, সঞ্জিব বিশ্বাস, আশুতোষ বিশ্বাস, নারায়ন চন্দ্র মজুমদার ও অজয় কুমার বিশ^াস প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় মানিকগঞ্জ জেলার ধামরাই বারিগাও থেকে আসা কাঙ্গাল সম্প্রদায় সংগীত শিল্পী হরিপদ সরকার বলেন আমরা মহান স্রষ্টার সন্তষ্টি লাভের আসায় ধর্মীয় সংগীত পরিবেশন করছি। সেটাই আমাদের পরম পাওয়া।