॥মনির হোসেন॥ কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল ১১ই মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, অন্যান্যের মধ্যে কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সহিদুল ইসলাম, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ লেখাপড়ার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও বক্তাগণ করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। আলোচনা পর্বের শেষে অতিথিগণ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত
