Site icon দৈনিক মাতৃকণ্ঠ

করোনা ভাইরাসের জন্য মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠান পুনর্বিন্যাস হচ্ছে

॥স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসজনিত কারণে সৃষ্ট বিশ্ব পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে।
জাতীয় প্যারেড স্কয়ারে উদ্বোধন অনুষ্ঠানটি হচ্ছে না। এর পরিবর্তে ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাধ্যমে বিশ্বব্যাপী প্রচার করা হবে অনুষ্ঠানটি।
গতকাল ১০ই মার্চ সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান পুনর্বিন্যাসের লক্ষ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে আহ্বায়ক করে গঠিত অনুষ্ঠান কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং-এ জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, দেশে-বিদেশে ক্ষণগণনা শুরু হওয়ার পর সমগ্র জাতির মাঝে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান সম্পর্কে উদ্দীপনা ছড়িয়ে পড়েছিল। জনগণের সম্পৃক্ততার আগ্রহকে বিবেচনায় রেখে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠান ভিন্নমাত্রায় পরিবেশিত হবে। ১৭ই মার্চ বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা ঠিক রেখে ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠানটি দেড়-দুই ঘন্টা ব্যাপ্তির ধারণকৃত অথবা লাইভ প্রোগ্রামের মাধ্যমে দেশ-বিদেশে প্রচার করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী, জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ, বঙ্গবন্ধুর জন্মদিবসটি জাতীয় শিশু দিবস বিধায় শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের পরিবেশনা থাকবে। শত শিল্পীর পরিবেশনায় যন্ত্র সংগীত, মুজিববর্ষের থিমসং, বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে তুলে ধরে একটি থিয়েট্রিকাল পারফরমেন্স ও বিশ্বখ্যাত কোরিওগ্রাফার আকরাম খানের পরিবেশনা থাকছে এই প্রোগ্রামে। অনুষ্ঠান প্রচারের সময় পরবর্তীতে জানানো হবে। রাত ৮টায় বঙ্গবন্ধুর জন্মক্ষণ আতশবাজীর মাধ্যমে স্মরণের পরিকল্পনাও রাখা হয়েছে। এছাড়াও দিবসটি স্মরণে আলোক-সজ্জা, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সীমিত আকারে আনন্দ অনুষ্ঠান এবং মিষ্টান্ন বিতরণ করা হবে।
সভায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম খালিদ, বিশিষ্ট সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস.এম হারুন-অর-রশীদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বেসরকারী টেলিভিশন মালিকদের সংগঠন এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এ্যাটকো) এর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।