Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর বড়পুল মোড়ে ভয়াবহ অগ্নিকান্ড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের বড়পুল মোড়ের প্রধান সড়ক সংলগ্ন একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গতকাল ৯ই মার্চ দিবাগত রাত দেড়টায়(১০ই মার্চ) এ সংবাদ লেখার সংবাদ পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে ব্যস্ত করেছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মী টেলিফোনে মাতৃকণ্ঠকে জানান, রাত ১২টা ১৫মিনিটের সময় অগ্নিকান্ডের খবর পান। সঙ্গে সঙ্গে তাদের ২টি দ্রুত ঘটনাস্থলে যায়, কিন্তু আশপাশে পানির ব্যবস্থা না থাকায় তাদেরকে অনেক বেগ পেতে হয়। আগুনের তীব্রতা অনেক বেশী থাকায় খবর দেয়া হলে গোয়ালন্দ ও বালিয়াকান্দি থেকে ফায়ার সার্ভিসের আরও ২টি এসে যোগ দেয়। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে। অগ্নিকান্ডের ঘটনাস্থলটি রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন থেকে খুব কাছে হওয়ায় স্টেশনের সামনে থেকে আগুনের কুন্ডলী ও ধোঁয়া দেখা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।
উল্লেখ্য, বড়পুল মোড়ের প্রধান সড়ক সংলগ্ন মার্কেটটি কিছুদিন আগেই অপরিকল্পিতভাবে গড়ে ওঠা। ঘিঞ্জি টিন, বাঁশ-কাঠের আধিক্যে গড়ে তোলা ছোট মার্কেটটিতে প্লাস্টিক পণ্য, ফার্নিচার ও অটোরিক্সার শো-রুমসহ কিছু দোকানপাট রয়েছে।

 

বিস্তারিত আরো তথ্য প্রাপ্তির পর আপডেট করা হবে…….