Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির মরা চন্দনা নদীর বদ্ধ জলমহাল পুনঃ খনন উদ্বোধন

॥রঘুনন্দন সিকদার॥ বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি চর আড়কান্দির বদ্ধ জলমহাল পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৯ই মার্চ দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বদ্ধ জলমহাল পুনঃখনন কাজ উদ্বোধনকালে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোস্তারিনা আফরোজ, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদত ইসলাম ও ক্ষেত্র সহকারী রাওফুর মোরছালিন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, মৎস্য অধিদপ্তরের ‘জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় জেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০১৯-২০ অর্থ বছরে মরা চন্দনা নদীর(অংশ-১) ও (অংশ-২) এর পাইককান্দি চরআড়কান্দি বদ্ধ জলমহালের ১.১২৪ হেক্টর আয়তন জুড়ে ২.৫০ মিটার গভীরতায় পুনঃখনন খনন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে ১৯ লক্ষ ৫৮ হাজার টাকা এবং উত্তোলনযোগ্য মাটির পরিমাণ ১৫ লক্ষ লক্ষ ৭৩০ হাজার ৭০ ঘনফুট।