॥স্টাফ রিপোর্টার॥ র্যাবের অভিযানে গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া সাইনবোর্ড এলাকা থেকে ২৫৪পিস ইয়াবাসহ দেলোয়ার ব্যাপারী(২৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গতকাল ৮ই মার্চ বিকালে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দেলোয়ার ব্যাপারী দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডলের পাড়ার মৃত চাঁদ আলী ব্যাপারীর ছেলে।
উদ্ধারকৃত ইয়াবাসহ র্যাব তাকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
গোয়ালন্দের দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
