Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভাজনচালা মাদ্রাসায় আলোচনা ও দোয়া

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজনচালা দারুল উলুম মাদ্রাসায় গত ১৬ই ডিসেম্বর সকাল ৮টায় স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামের অবদান এবং শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্লার সভাপতিত্বে এবং নায়েবে মুহতামিম মাওলানা মুফতী আব্দুল গফফারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি আব্দুল্লাহ মুসা, মাওলানা আবু ছাইদ, মাওলানা আঃ রহমান, ইকরা মাদ্রাসা ও স্কুলের পরিচালক মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তাগণ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যারা আত্মত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন তাদের প্রশংসা করে বলেন, এই স্বাধীনতা কোন গোষ্ঠী বা শক্তি যাতে ভুলুন্ঠিত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশকে স্বাধীন করার জন্য এদেশের অসংখ্য উলামায়ে কেরাম যুদ্ধ করেছেন, অকাতরে জীবন দিয়েছেন। দেশের স্বার্থ, দ্বীনের স্বার্থ ছাড়া তাদের আর কোন স্বার্থ ছিল না। আজকে যারা আলেমদের দেখলেই জঙ্গী বা যুদ্ধাপরাধী বলেন তাদেরকে সেই ইতিহাস গভীরভাবে দেখা দরকার।
মাদ্রাসার পরিচালনা কমিটির সিনিয়র সদস্য মোঃ আবু দাইয়ান জাহাঙ্গীর এবং মাওলানা আঃ কুদ্দুসসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় দেশের জন্য আত্মত্যাগী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশের উন্নতি, সমৃদ্ধি ও ইসলামের কর্মকান্ড স্বাধীনভাবে নির্বিঘেœ চলতে পারার জন্য বিশেষভাবে দোয়া করা হয়  -প্রেস বিজ্ঞপ্তি।