Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান গনী, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার বেগম ও পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনাদর্শের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফীউদ্দিন পাতা।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুদ্দিন মিয়া, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আহম্মদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ একেএম জয়নাল আবেদীন, অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, গোবিন্দ কুমার কুন্ডু, সুব্রত কুমার দাস সাগর, মোবায়দুল হক চুন্নু, আহম্মদ আলী মালু, পাংশা উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুন নাহার নিপা, আওয়ামী মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক রত্না রানী বিশ্বাস, কৃষক লীগের আজগর আলী, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম সেলিম, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য শেখ রাজিবুল হাসান রবি, পাংশা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মোল্লা তানজির রহমান বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন ও পাংশা পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ জুয়েলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।