॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী পৌরসভার সাথে বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসন হয়েছে।
গতকাল ৬ই মার্চ বিকালে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বসে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেন। এ সময় পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাগণ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ও প্রধান শিক্ষকব মামুনুর রশিদসহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, রাজবাড়ী বাজার পাঠশালা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পৌরসভার একটি পুকুর ছিল। কয়েক মাস আগে পৌরসভা পুকুরটি ভরাট করে সেখানে মার্কেট নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেখানে তাদের জমি থাকার দাবী করে মার্কেট নির্মাণে বাঁধা দিতে থাকে। উভয় পক্ষই বিষয়টি নিয়ে এমপি কাজী কেরামত আলী ও কাজী ইরাদত আলীর দ্বারস্থ হলে তারা এই জমির বিরোধ নিরসনের উদ্যোগ নেন।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল শুক্রবার বিকালে তারা সেখানে গিয়ে উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করে দেন।
সমঝোতা অনুযায়ী পৌরসভা কর্তৃপক্ষ বিদ্যালয়ের খেলার মাঠের জন্য তাদের দাবীকৃত জায়গা থেকে কিছুটা জায়গা ছেড়ে দেয় এবং স্কুল কর্তৃপক্ষও পৌরসভার মার্কেট নির্মাণে আর কোন বাধা না দেয়ার ব্যাপারে সম্মত হয়। শান্তিপূর্ণভাবে বিষয়টির নিষ্পত্তি হওয়ায় এলাকাবাসী তাদেরকে ধন্যবাদ জানান।
পরে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী পৌরসভার মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধনের পর মোনাজাত করেন।