Site icon দৈনিক মাতৃকণ্ঠ

করোনা ভাইরাস থেকে সুরক্ষায় ই.ফা ডিডির অবহেলায় রাজবাড়ীর মসজিদগুলোতে দোয়া হয়নি

॥হেলাল মাহমুদ॥ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশের মসজিদগুলোতে গতকাল ৬ই মার্চ শুক্রবারের জুম্মার নামাজে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হলেও রাজবাড়ী জেলার কোন মসজিদেই তা করা হয়নি।
ইসলামিক ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা কার্যালয়ের পক্ষ থেকে বিষয়টি মসজিদগুলোতে না জানানোয় কোন মসজিদেই এই বিশেষ দোয়া ও মোনাজাত হয়নি।
এ ঘটনায় জেলার মুসল্লীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রাজবাড়ী শহরের সদর হাসপাতাল জামে মসজিদে জুম্মার নামাজ পড়া মুসুল্লী শাহিনুজ্জামান শাহিন, কাজীকান্দা জামে মসজিদে নামাজ পড়া মুসুল্লী মোঃ নজরুল ইসলাম, মোল্লা বাড়ী জামে মসজিদে নামাজ পড়া মুসুল্লী মোঃ ওয়াহিদুজ্জামান ও খানকা শরীফ বড় মসজিদে জুম্মার নামাজ পড়া মুসল্লী রইচ উদ্দিন ডিউক বলেন, ইসলামিক ফাউন্ডেশনের আহবানে জুম্মার নামাজ শেষে এ ধরনের কোন দোয়া ও মোনাজাত হয়নি। এমনকি করোনা ভাইরাস নিয়ে কোন আলোচনাও হয়নি।
রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের খতিব মোঃ আবু বক্কার এবং জজ কোর্ট জামে মসজিদের ইমাম মোঃ আবু শহীদ বলেন, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জুম্মার খুতবায় করোনা ভাইরাস নিয়ে আলোচনা ও বিশেষ দোয়া মোনাজাতের বিষয়ে কোন নির্দেশনা আমাদেরকে জানানো হয়নি।
এছাড়াও শহরের বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ পড়া বেশ কয়েকজন মুসল্লীর সাথে এ ব্যাপারে কথা বললে তারাও করোনা ভাইরাস নিয়ে কোন দোয়া ও মোনাজাত কিংবা আলোচনা হয়নি বলে জানান।
এ ব্যাপারে গতকাল শুক্রবার সন্ধ্যার পর মোবাইলে যোগাযোগ করা হলে ফরিদপুরে অবস্থানকারী ইসলামিক ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক(চলতি দায়িত্ব) মোঃ শাহাবুদ্দিন বলেন, গত বৃহস্পতিবার (৫ই মার্চ) সন্ধ্যার দিকে আমরা এই নির্দেশনা পেয়েছিলাম। কিন্তু সময়ের অভাবে আমরা বিষয়টি জেলার মসজিদগুলোতে জানাতে পারিনি।’ বিষয়টি আপনার ব্যর্থতা কি না এমন প্রশ্নের জবাতে তিনি কোন সদুত্তোর দিতে পারেন নি।
এছাড়াও কর্মস্থল রাজবাড়ী জেলা হলেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রতিদিন কিভাবে তিনি রাজবাড়ী ত্যাগ করে ফরিদপুর চলে যান এমন প্রশ্নে বিষয়টি উপ-পরিচালক(চলতি দায়িত্ব) মোঃ শাহাবুদ্দিন এড়িয়ে যান।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ‘এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কোন ম্যাসেজ আমাদেরকে দেয়া হয়নি। তাই বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। ম্যাসেজটা দিলে আমরা উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে মসজিদগুলোতে পৌঁছে দিতাম।’
উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা কার্যালয়ের বর্তমান উপ-পরিচালক(চলতি দায়িত্ব) মোঃ শাহাবুদ্দিন যোগদানের পর থেকেই রাজবাড়ীতে না থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দূরবর্তী ফরিদপুর জেলার থেকে এসে ইচ্ছামাফিক অফিস করেন।
গত বৃহস্পতিবার দুপুরের পর তিনি রাজবাড়ী ত্যাগ করায় ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশনা এলেও তিনি জেলার মসজিদগুলোর খতিব ও ইমামদের কাছে পৌছাতে পারেন নি। তিনি রাজবাড়ীতে অবস্থান না করায় ইসলামিক ফাউন্ডেশনের দাপ্তরিক কাজে সমস্যাসহ সরকারী বিভিন্ন নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের আহবানে করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদসহ দেশের অন্যান্য জেলার মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মোনাজাতে বিশ্বের সকল দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিগণ বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দোয়া ও মুনাজাতে অংশ নেন।
সাম্প্রতিক সময়ে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের বিস্তার মহামারী আকার ধারণ করেছে। বিশ্বের সকল দেশের মানুষকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখতে এ বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়।