Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৪ঠা মার্চ সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামন মনির ও মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, অন্যান্যের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি) ইন্সট্রাক্টর মোঃ আব্দুর রব।
এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তাগণ বলেন, কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সীর মাধ্যমে চাকুরী নিয়ে বিদেশে গেলে প্রতারিত হতে হয় না। দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে বিদেশ গমন করলে প্রতারিত হতে হয়। বিদেশে দক্ষ শ্রমিকের কাজের অভাব হয় না। তাই দক্ষতার কোন বিকল্প নেই।