॥স্টাফ রিপোর্টার॥ র্যাবের অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ৯০ পিস ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারী রাতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ঃ বাহিরচর দৌলতদিয়া সাত্তার মন্ডলের পাড়া নিফাজ উদ্দিন সরদারের ছেলে রফিক সরদার(৩২), একই এলাকার মেছের শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ(৩২) এবং জুড়ান মোল্লার পাড়ার জগদীশ সাহার ছেলে শ্যামল সাহা(৩০)। গ্রেফতারের পর ফরিদপুর ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৌলতদিয়া ঘাট থেকে ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
