॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
গত ১৬ই ডিসেম্বর প্রত্যুষ কালুখালী থানা চত্বরে ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী অফিস ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সাড়ে ১১টায় কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, কালুখালী থানা অফিসার ইনচার্জ নূরে আলম ফকির ও সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ খালেক প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গ, সকল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন কলেজ ও স্কুলের অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার শতশত মানুষ উপস্থিত ছিলেন।