॥আমিরাত থেকে ওবায়দুল হক মানিক॥ সংযুক্ত আরব আমিরামের দুবাই এক্সপোতে দেখা মিলবে উড়ন্ত মানব ‘জেটম্যান’-এর।
গত ১৪ই ফেব্রুয়ারী ৪টি মিনি জেট ইঞ্জিন চালিত কার্বন ফাইবার উইং দিয়ে সজ্জিত জেটম্যান পাইলট ভিন্স রেফেট দুবাই রানওয়ে থেকে স্কাই ডাইভের মাধ্যমে ৪০০ কিঃ মিঃ গতিতে ১৮০০ মিঃ উচ্চতায় উঠে ঘুরে বেড়িয়ে আসে। কোন উন্নত প্লাটফরমের প্রয়োজন ছাড়াই সে সরাসরি উপরের দিকে উড়তে পারার সক্ষমতা প্রমাণ করে।
এছাড়াও জেটম্যান রেফেট আরব উপসাগরের জলের উড়ার নৈপূণ্য প্রদর্শন করে। প্রতিবারই সে স্কাই ডাইভের মাধ্যমে উড়াউড়ি করে স্বাচ্ছ্যন্দে নীচে নেমে আসে।