॥স্টাফ রিপোর্টার॥ গতকাল ১৯শে ফেব্রুয়ারী থেকে রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে শুরু হওয়া একুশে বইমেলার ‘ব্যস্ততা উদযাপন’ নামক ১৫নং স্টলে পাওয়া যাচ্ছে আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারহাান মিনি’র লেখা কাব্যগ্রন্থ ‘কবিতার ভূ-খন্ড’।
বইটির প্রকাশক ঢাকার ধ্রুপদী পাবলিকেশন্সের সাঈদা নাঈম। পরিবেশক বাংলার প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন সোহেল আনাম। বইটি কবি তার একমাত্র নানা ভাই রুওয়াইফি আবীরকে উৎসর্গ করেছেন। ঝকঝকে উন্নতমানের কাগজে মুদ্রিত বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ৭৯ পৃষ্ঠার বইটিতে শেষ বেলার গান, কষ্ট, নরকের কীট, ধর্ষক, সর্বগ্রাসী, একটি রাত, কালবৈশাখী, পথশিশু, তিতলীর কান্না ইত্যাদিসহ মোট ৬৬টি কবিতা স্থান পেয়েছে।
উল্লেখ্য, ফারহানা মিনি’র জন্ম ১৯৬৯ সালে বৃহত্তর বরিশালের স্বরূপকাঠী থানায়। বৈবাহিক সূত্রে রাজবাড়ী শহরের বাসিন্দা। গান, কবিতা, গল্প লেখা শুরু করেন আশির দশক থেকেই। মাঝে অনেকদিন বিরতির পর আবার লেখালেখি শুরু করেন। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘ত্রি-রত্ন’ এবং যৌথ ‘কালের কাব্যকথা’, ‘সাহিত্যের খেয়াঘাট’, ‘কাব্যের ফেরিওয়ালা’, ‘খেয়ার ঢেউ’, ‘বঙ্গের বৈশাখ’, ‘খেয়া পারের কাব্য’ ইত্যাদি।
রাজবাড়ীর বই মেলায় ফারহানা মিনি’র কাব্যগ্রন্থ ‘কবিতার ভূ-খন্ড’ প্রকাশিত
