॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল ১৫ই ফেব্রুয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, অন্যান্যের মধ্যে জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন শিকদার ও স্থানীয় যুবলীগ নেতা আল মামুন আরজু প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার ফিরোজ আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু।
এ সময় অন্যান্য অতিথিগণ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, শরীর সুস্থ রাখতে খেলাধুলার দরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বিদ্যালয়গুলোতে বিল্ডিং করা হচ্ছে। বিল্ডিং না হলে সভাপতিকে অর্থ ফিরিয়ে দিতে হবে। ম্যানেজিং কমিটি ঠিকমতো দায়িত্ব পালন না করলে তা ভেঙ্গে এডহক কমিটি করা হবে। স্কুলে কোন রাজনীতি নয়। শিক্ষা ক্ষেত্রে কোন রাজনীতি নয়। শিক্ষার মান বাড়াতে হবে। প্রধান শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে। কারণ প্রধান শিক্ষক যেভাবে স্কুল চালাবে সেভাবেই চলবে। কারিগরি শিক্ষার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি স্কুলে কারিগরি শিক্ষার ব্যবস্থা হবে। করোনা ভাইরাস নিয়ে ষড়যন্ত্র চলছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।
মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণ
