॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ গণযোগাযোগ অধিদপ্তরের অধীন রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ১৫ই ফেব্রুয়ারী বেলা ১১টায় কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
জেলা তথ্য অফিসার(ভারপ্রাপ্ত) শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি। অন্যান্যের মধ্যে অভিভাবক লিপি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা হয়ে কাজ শুরু করেছিলেন। আজকে তারই কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জাতির জনকের সেই অসমাপ্ত কাজ শেষ করার মাধ্যমে দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ার পথে অনেক এগিয়ে গেছেন। হয়তো সেদিন আর বেশী দূরে নয় যেদিন আমরা উন্নত দেশে পরিণত হব। আর উন্নত দেশে পরিণত হওয়ার আগে আমাদেরকে অবশ্যই মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং, জঙ্গীবাদ, নাশকতার মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে হবে। বর্তমানে রাজবাড়ীসহ আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে মাদক ও বাল্য বিবাহ। সুতরাং আমাদের সকলকে মাদক ও বাল্য বিবাহসহ অন্যান্য সামাজিক সমস্যাগুলো প্রতিরোধ ও নির্মূল করতে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে হবে।
আলোচনা সভার শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মপরিকল্পনা বাস্তবায়ন, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য, উন্নয়ন পরিকল্পনা, মাদক, সন্ত্রাস, নাশকতা, গুজব, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ সংক্রান্ত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
রাজবাড়ীতে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী
