॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
গতকাল ১৫ই ফেব্রুয়ারী সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তমিজ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আকমল হোসেনের সঞ্চালনায় জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কল্লোল কুমার বসু, সাধারণ সম্পাদক অরবিন্দ বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, অলংকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, মোকাররম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অলংকারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা-সাংস্কৃতিক অনুষ্ঠান
