Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির কৃতি সন্তান সুজন চক্রবর্তী ঢাকা ট্যাক্সেস বারের নির্বাহী সদস্য পদে নির্বাচিত

॥স্টাফ রিপোর্টার॥ ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচন ২০২০-২০২১ এ নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দির সন্তান সুজন চক্রবর্তী।
গত ৯ই ফেব্রুয়ারী ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং ট্রেজারারসহ মোট ১৩টি পদে এবং বিএনপি সমর্থিত নীল প্যানেল ৯টি পদে বিজয়ী হয়েছে।
সুজন চক্রবর্তী পেশায় একজন কর আইনজীবী। তিনি রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। ছাত্র জীবনে ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন। এছাড়া তিনি বৃহত্তম ফরিদপুর কর আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ ট্র্যাক্স ল ইয়াস এসোসিয়েশনের কার্য়করী সদস্য। বঙ্গবন্ধু গবেষনা সংসদের নির্বাহী সদস্য, ঢাকাস্থ বালিয়াকান্দি উপজেলা সমিতির শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিসাবে আছে।
সুজন চক্রবর্তী বলেন, আমাকে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের নির্বাহী সদস্য নির্বাচিত করায় ট্যাক্সেস বার এর সকল সম্মানিত সদস্য এবং শুভাকাঙ্খীদের প্রতি জানাই কৃতজ্ঞতা। আমি ট্যাক্স আইনজীবীদের অধিকার আদায়ে পাশে থাকব এবং সর্বদা সততার পথ অনুসরণ করে দায়িত্ব পালন করে যাবো।
উল্লেখ্য, সুজন চক্রবর্তী ১৯৭৯ সালের ২৫শে ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাটুরিয়া গ্রামে সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহন করেন। তাহার পিতার নাম নিমাই চক্রবর্তী।